বিদেশে না গিয়ে নিজ ঘরেই ভাষা শেখার পরিবেশ তৈরি করা যায়। নিচের এই কৌশলগুলো মেনে চলুন:
১. আপনার মোবাইল ও অ্যাপের ভাষা পরিবর্তন করুন।
২. সাবটাইটেল সহ সেই ভাষার সিনেমা দেখুন।
৩. সেই ভাষায় লেখা রেসিপি দিয়ে রান্না করুন।
৪. বাসার জিনিসে ছোট ছোট কাগজে শব্দ লিখে লাগান।
৫. ফেসবুক বা ফোরামে বিদেশি ভাষাভাষীদের সঙ্গে যোগাযোগ করুন।
৬. মোবাইলে ভাষার নোটিফিকেশন সেট করুন।
৭. ঘরে একটি ছোট language corner তৈরি করুন শেখার জন্য।