ভাষা শেখার স্থবিরতা কাটানোর ৫টি কার্যকর কৌশল

ভাষা শেখার সময় অনেকেই এমন এক পর্যায়ে পৌঁছান, যখন মনে হয় আর অগ্রগতি হচ্ছে না। একে বলে “learning plateau”। নিচের কৌশলগুলো অনুসরণ করলে আপনি আবার এগিয়ে যেতে পারবেন:

১. শেখার মাধ্যম বদলান: শুধুমাত্র বই না পড়ে মাঝে মাঝে পডকাস্ট, ইউটিউব ভিডিও বা ভাষাভিত্তিক অ্যাপ ব্যবহার করুন।
২. বেশি করে কথা বলুন ও লিখুন: শেখা শব্দগুলো ব্যবহার করে কথা বলুন বা লেখার চেষ্টা করুন।
৩. নিজেকে চ্যালেঞ্জ দিন: প্রতিদিন নতুন শব্দ শিখুন বা একটি করে সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখুন।
৪. নিয়মিত পুনরাবৃত্তি করুন: Spaced repetition টেকনিক ব্যবহার করে আগের শেখা বিষয়গুলো ঝালাই করুন।
৫. শেখার সময় নির্দিষ্ট করুন: প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ভাষা চর্চা করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top