ভাষা শেখার সময় অনেকেই এমন এক পর্যায়ে পৌঁছান, যখন মনে হয় আর অগ্রগতি হচ্ছে না। একে বলে “learning plateau”। নিচের কৌশলগুলো অনুসরণ করলে আপনি আবার এগিয়ে যেতে পারবেন:
১. শেখার মাধ্যম বদলান: শুধুমাত্র বই না পড়ে মাঝে মাঝে পডকাস্ট, ইউটিউব ভিডিও বা ভাষাভিত্তিক অ্যাপ ব্যবহার করুন।
২. বেশি করে কথা বলুন ও লিখুন: শেখা শব্দগুলো ব্যবহার করে কথা বলুন বা লেখার চেষ্টা করুন।
৩. নিজেকে চ্যালেঞ্জ দিন: প্রতিদিন নতুন শব্দ শিখুন বা একটি করে সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখুন।
৪. নিয়মিত পুনরাবৃত্তি করুন: Spaced repetition টেকনিক ব্যবহার করে আগের শেখা বিষয়গুলো ঝালাই করুন।
৫. শেখার সময় নির্দিষ্ট করুন: প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ভাষা চর্চা করুন।